- খেলা
- ব্রাজিলিয়ান লিগে খেলতে যাচ্ছেন সুয়ারেজ
ব্রাজিলিয়ান লিগে খেলতে যাচ্ছেন সুয়ারেজ

অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে নিজের পুরানো ক্লাব ন্যাসিওনালে খেলছিলেন লুইস সুয়ারেজ। জানুয়ারিতেই চুক্তি শেষ হতে চলেছে উরুগুয়ের এই তারকা ফুটবলারের। এবার তার নতুন ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর নাম।
উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে ব্রাজিলীয় ক্লাব গ্রেমিওর কথাবার্তা প্রায় পাকা। খুব শিগগিরই তিনি দুই বছরের চুক্তি সেরে ফেলবেন ব্রাজিলের ক্লাবটির সঙ্গে। এখন বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা। এমনটাই দাবি করেছেন ইউরোপিয়ান দলবদলের বাজারের বিশ্বস্ত মুখ ফ্যাব্রিজিও রোমানো।
এ মুহূর্তে সুয়ারেজ অবশ্য বেশ আনন্দেই আছেন। গত বৃহস্পতিবার বন্ধু লিওনেল মেসির সঙ্গে বড়দিন কাটাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন উরুগুইয়ান তারকা। সেখানে আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও অ্যাগুয়েরোদের সঙ্গে তিনিও ছিলেন নিমন্ত্রিত। বৃহস্পতিবার নিজের উড়োজাহাজে করে রোজারিও পৌঁছান সুয়ারেজ। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই পুত্র।
মন্তব্য করুন