- খেলা
- শততম টেস্টে ডাবল সেঞ্চুরি, বিরল রেকর্ডে ওয়ার্নার
শততম টেস্টে ডাবল সেঞ্চুরি, বিরল রেকর্ডে ওয়ার্নার
-samakal-63aaba7f43684.jpg)
ডেভিড ওয়ার্নার
টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন ডেভিড ওয়ার্নার। এর আগে এই কীর্তি ছিল শুধু ইংলিশ ব্যাটার জো রুটের। ২০২১ সালে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে ধুঁকছিলেন ডেভিড ওয়ার্নার। মেলবোর্ন টেস্টের আগ পর্যন্ত সাদা পোশাকে গত দুই বছরে তার গড় রান ছিল মাত্র ২৭। সবশেষ সেঞ্চুরির দেখা পান ২০২০ সালের জানুয়ারিতে। গত ১১ ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি ওয়ার্নার। অফফর্মের কারণে প্রচুর সমালোচিত হয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে সব সমালোচনার জবাব দিলেন এই অজি ওপেনার।
এদিন ওয়ার্নার তুলে নেন তার তৃতীয় ডাবল সেঞ্চুরি। সর্বোচ্চ ডাবল সেঞ্চুরিয়ান অজি ব্যাটারদের মধ্যে যা যৌথভাবে চতুর্থ। সর্বোচ্চ ১২টি ডাবল সেঞ্চুরি করেছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। তালিকার দুইয়ে থাকা রিকি পন্টিং ডাবল হাঁকিয়েছিলেন ৬ বার। ৪টি করে দ্বিশতক নিয়ে যৌথভাবে তিনে আছেন গ্রেগরি স্টিফেন চ্যাপেল, স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক। চারে থাকা বব সিম্পসন এবং ডেভিড ওয়ার্নারের ৩টি করে ডাবল সেঞ্চুরি।
এছাড়া দশ নম্বর ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করে ফেললেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি দুরন্ত শতরান করে প্রায় তিন বছরের টেস্টে সেঞ্চুরির খরা ভেঙে দেন ওয়ার্নার।
এছাড়া গর্ডন গ্রিনিজের পরে শততম ওয়ানডে ও টেস্ট উভয় ফরম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র দ্বিতীয় খেলোয়াড় ওয়ার্নার। এই সেঞ্চুরির পথে অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৮০০০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ২৫ সেঞ্চুরির মাইলফলকও।
মেলবোর্ন টেস্টের প্রথম দিনে বোলার গ্রিনের দাপটে প্রোটিয়ারা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। সর্বশেষ ৭ ইনিংসেই দুই শর কমে গুটিয়ে যয় দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ৪৫ রান তোলে অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন