ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

খেলোয়াড়দের দাম ‘ক্লাব নির্ধারণ করবে না’

খেলোয়াড়দের দাম ‘ক্লাব নির্ধারণ করবে না’

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১০

ফিফার মিটিংগুলোতে দলবদল নিয়ে আলোচনা নতুন নয়। সংস্থাটির কর্তারাও এ ব্যাপারে ভীষণ উদ্বিগ্ন। বিশেষ করে বর্তমানে যে নিয়ম প্রচলিত আছে, সেটার পরিবর্তন চান ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোসহ অনেকেই।

সর্বশেষ শুক্রবার টোকিওতে হওয়া ফিফার বার্ষিক আইনবিষয়ক কনফারেন্সে আবার বিষয়টি নিয়ে কথা বলেন ইনফান্তিনো। তিনি খেলোয়াড়দের দাম নির্ধারণে কম্পিউটারের সাহায্য নিতে বললেন। বর্তমানে দলবদলে খেলোয়াড়দের দাম নির্ধারণ করে ক্লাব। ইনফান্তিনোর চাওয়া খেলোয়াড়ের দাম ক্লাব নয়, কম্পিউটারে অ্যালগরিদম পদ্ধতির মাধ্যমে নির্ধারণ হবে।

বেশ কয়েক বছর ধরেই দলবদলের এমন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। সে জন্য প্রসঙ্গটি আবারও সামনে আনলেন ইনফান্তিনো, ‘অন্য যে কোনো সময়ের তুলনায় এখন আমাদের এ বিষয় (দলবদল) এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। উদাহরণ হিসেবে বলা যায়, ফুটবলের সঙ্গে সংশ্লিষ্টদের সাহায্য করতে এবং দলবদল প্রক্রিয়াটা পরিচ্ছন্ন রাখতে খেলোয়াড়ের ন্যায্যমূল্যটা অ্যালগরিদম পদ্ধতিতে নির্ধারণ করা যায় এবং এটা নিয়ে কথা বলার সময়ও এসেছে।’

দীর্ঘদিন ধরেই এমন নিয়ম বদলাতে কাজ করে আসছে ফিফা। ২০১৭ সালে দলবদল নিয়ে তারা টাস্কফোর্সও গঠন করে। এর পর মাঝেমধ্যেই তাদের কথা বলতে দেখা যায়। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি ফিফা। তবে ফিফা এমন নিয়ম চালু করলে ক্লাবগুলো কিংবা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মানবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। কয়েক দিন আগে তো লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিস সুপার লিগ নিয়ে যে রায় দেওয়া হয়, সেখানে ফিফা ও উয়েফা জিততে পারেনি।

২০১৭ সালে দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়েছিলেন নেইমার। বার্সা থেকে তাঁকে কিনতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করে পিএসজি। যেটা এখনও দলবদলের বাজারে সবচেয়ে বেশি। এর পর প্রতি মৌসুমেই ছোট-বড় অনেক রেকর্ড হচ্ছে। তবে খেলোয়াড়দের বাজারমূল্য নির্ধারণ নিয়ে বিতর্ক থেমে নেই। মূলত গবেষণা প্রতিষ্ঠানগুলো খেলোয়াড়দের বর্তমান বাজারমূল্য নির্ধারণে বয়স, চুক্তির মেয়াদ, আন্তর্জাতিক রেকর্ড, ক্লাবের অবস্থান ও পরিচিতি এবং বৈশ্বিক অর্থনীতি বিবেচনা করে থাকে। তবে কেউ কেউ এর ধাপগুলো বিবেচনায় না রেখেই একটা মনগড়া বাজারদর ঠিক করে দেয়, যা নিয়ে আবার ট্রান্সফার উইন্ডোতে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন

×