ধর্ষণ মামলায় আলভেসের বিচার শুরু
ধর্ষণ মামলার শুনানিতে আলভেস। ছবি: মার্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:২১
ধর্ষণ মামলায় এক বছর স্পেনের জেলে থাকা ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেসের বিচার শুরু হয়েছে। সোমবার তার শুনানি শুরু হয়। যা চলবে আগামী বুধবার পর্যন্ত।
সোমবারের শুনানিতে অংশ নিতে কারাগারে থাকা আলভেস পুলিশ ভ্যানে করে আদালতে আসেন। এ সময় তার গায়ে সাদা শার্ট ও পরনে জিন্স প্যান্ট ছিল।
কাতার বিশ্বকাপের ঠিক পরে বার্সেলোনার এক নাইট ক্লাবে এক তরুণীকে শ্লীলতাহানি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আলভেস বরাবর ওই অভিযোগ অস্বীকার করে এসেছেন।
তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে অভিযোগ দায়েরকারীর আইনজীবী ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন। অন্য দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী দোষী প্রমাণিত হলে সাবেক বার্সেলোনা ডিফেন্ডারের ৯ বছরের কারাদণ্ড চেয়েছেন।
স্পেনের আইন অনুযায়ী, ধর্ষণ মামলায় কেউ অভিযুক্ত প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ২০২২ সালে আইন সংশোধন করে এই সাজার বিধান জারি করা হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারিতে ধর্ষণ অভিযোগের শুনানিতে অংশ নিতে বার্সেলোনায় এসে গ্রেফতার হন ৪০ বছর বয়সী আলভেস।