জ্যাকসের শতকে বিপিএলের রেকর্ড সংগ্রহ কুমিল্লার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৩০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৩৩
বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে রান উৎসব করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। উইল জ্যাকস-মঈন আলীর শতরানের জুটিতে প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে কুমিল্লা। আগে ব্যাট করে ৩ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জড়ো করেছে ২৩৯ রান, যা বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ।
এর আগে ২০১৯ সালে রংপুর এই চট্টগ্রামের বিপক্ষেই ২৩৯ রান তুলেছিল। সেটিও ছিল চট্টগ্রামে। বিপিএলে সর্বোচ্চ নয়টি স্কোরই উঠেছে এই চট্টগ্রামে।
স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ধৈর্যের পরীক্ষা নিয়ে উইল জ্যাকস-লিটন দাসরা চালিয়েছেন তাণ্ডব। ভিক্টোরিয়ান্সদের হয়ে সর্বোচ্চ ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন উইল জ্যাকস। এ ছাড়া লিটন দাস ৬০ এবং মঈন আলী ৫৩ রান করেন।