রবিতে সরাসরি দেখা যাবে বিপিএল

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:২১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৪৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লাইভ স্ট্রিমিং দেখা যাবে রবির স্মার্ট অ্যাপ ‘মাই রবি’-তে।
বিপিএলের ম্যাচ সরাসরি দেখতে গ্রাহকদের স্মার্টফোনে মাই রবি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং র্যাবিটহোল-এর সাবস্ক্রিপশন কিনতে হবে।
সাবস্ক্রিপশনের জন্য তিনটি প্যাক পাওয়া যাচ্ছে। যার একটি ২০ টাকা দৈনিক প্যাক, ৯৯ টাকা মাসিক এবং ৪৯৯ টাকার অর্ধবার্ষিক প্যাক।
গত ১৯ জানুয়ারি ঢাকা পর্ব দিয়ে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। সিলেট-ঢাকা পর্ব ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে। ৪৬ ম্যাচের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ।
এবারের বিপিএলে অংশ নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, দুরন্ত ঢাকা, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিপিএল-২০২৪