সাকিবের ঝড় আর তাহিরের ঘূর্ণিতে কুপোকাত খুলনা

ছবি: রংপুরের ফেসবুক থেকে নেওয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:২৫
চট্টগ্রাম পর্বে গিয়ে প্রাণ পেয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রেকর্ড রান তুলেছে। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সও রান ফোয়ারা ছুটিয়েছে। ঝড়ো ব্যাটিং করেছেন সাকিব, শেখ মাহেদী ও সোহান। তাদের ব্যাটে বড় সংগ্রহের পর ইমরান তাহিরের ঘূর্ণিতে খুলনাকে ৭৮ রানে হারিয়েছে তারা।
মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিকসকে হারায় রংপুর রাইডার্স। তিনে নামা সাকিব ও শেখ মাহেদি এরপর ১০৯ রানের জুটি গড়েন। সাকিব খেলেন ৩১ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস। ছয়টি করে চার ও ছক্কায় ওই ইনিংস সাজান তিনি।
মাহেদি খেলেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চার ও চারটি ছক্কার শট আসে। এছাড়া স্লগে ১৩ বলে ৩২ রান করেন অধিনায়ক সোহান। তিনি তিনটি চার ও দুটি ছক্কা মারেন। ডোয়াইন প্রিটোরিয়াস ১২ বলে ১৭ রান করেন। রংপুর রাইডার্স ৩ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে।
জবাব দিতে নামা খুলনার হয়ে অ্যালেক্স হেলস ছাড়া কেউ রান পাননি। খুলনা ১৮.২ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায়। তাদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন বুড়ো প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। সাকিব নিয়েছেন ২ উইকেট। বিপিএলে টানা চার জয়ে শীর্ষে থাকা খুলনা এখন টানা চার হারে পয়েন্ট টেবিলে পাঁচে নেমে গেছে।
- বিষয় :
- বিপিএল-২০২৪
- রংপুর রাইডার্স
- সাকিব আল হাসান