ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

আজ সাফের ট্রফি পাবে বাংলাদেশ, টুর্নামেন্ট সেরা সাগরিকা

আজ সাফের ট্রফি পাবে বাংলাদেশ, টুর্নামেন্ট সেরা সাগরিকা

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০০

বাংলাদেশ নারী ফুটবলে নয়া বিজ্ঞাপন সাগরিকা। অনূর্ধ্ব-১৯ দলের এই স্ট্রাইকারের কল্যাণে সাফের আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী সাফে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সাগরিকা। আজ তার হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে, সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। এছাড়া বেলা আড়াইটায় বাফুফের টার্ফে এক অনুষ্ঠানে বাংলাদেশেকে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফিও দেওয়া হবে।

এর আগে ৮ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে মহানাটকীয় ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। ম্যাচ কমিশনারের টসকাণ্ডে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়া সাফ ফাইনালের দিন অন্য কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি। সেদিন ভারতকে ট্রফি দিয়ে দেওয়া হয়েছিল। একই রকম আরেকটি ট্রফি বানিয়ে স্বাগতিক বাংলাদেশকে দিচ্ছে সাফ।

সাফের প্রথম ম্যাচে সাগরিকার জোড়া গোলে নেপালকে হারায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচেও তার একমাত্র গোলে জেতে দল। ফাইনালে অতিরিক্ত সময়ে বাংলাদেশের সমতাসূচক গোলটিও করেন সাগরিকা। ফলে চার গোল নিয়ে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি।

বাংলাদেশ দল ও ফুটবলাররা আজ পুরস্কার পেলেও সর্বোচ্চ গোল তালিকায় যৌথভাবে থাকা বাকি দু’জন ভারতীয় এখনই পাচ্ছেন না পুরস্কার। এছাড়া টুর্নামেন্টের ফেয়ার–প্লে পুরস্কার পাচ্ছে নেপাল। আগামী মার্চে নেপালে সাফের আরেকটি বয়সভিত্তিক টুর্নামেন্টের সময় ভারতের কর্মকর্তাদের কাছে দেশটির দুই সর্বোচ্চ গোলদাতার ট্রফি ও নেপালকে ফেয়ার প্লে'র ট্রফি বুঝিয়ে দেবে সাফ।

আরও পড়ুন

×