ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে যারা

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে যারা

যশস্বী জয়সওয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১৩:৪৫

ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের তিনজন টপঅর্ডার ব্যাটসম্যানকে নিয়ে আইসিসির ফেব্রুয়ারির মাসসেরা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় চমক তৈরি করে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল।

সোমবার আইসিসির ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসসেরার তালিকা প্রকাশ পায়। এই তালিকায় মোট তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। পরবর্তীতে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে মাসসেরা হিসেবে ঘোষণা করা হবে। মাসসেরার দৌড়ে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।

ভারতের যশ্বসী জয়সওয়ালের পাশাপাশি মাসসেরা তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন

ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ডাবল সেঞ্চুরিটি ছিল বিশাখাপট্টমে। আর পরেরটি রাজকোটে। এমন পারফরম্যান্স দেখিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুই টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানোর পর হ্যামিল্টন টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়ায় নেমে খেলেছেন ১৩৩* রানের দারুণ এক ইনিংস। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারটাও বাগিয়ে নিয়েছেন উইলিয়ামসন।

শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ২৫ বছর বয়সী এই ব্যাটার পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৩৯ বলে অপরাজিত ২১০ রান করেন এবং তারপর আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি করে (১০১ বলে ১১৮) সিরিজ শেষ করেন।

আরও পড়ুন

×