জাকির-শান্তর পর সাজঘরে মুমিনুলও

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ১৭:১৭ | আপডেট: ২২ মার্চ ২০২৪ | ১৭:৩১
শ্রীলঙ্কাকে ২৮০ রানে থামিয়ে প্রথম দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ইতোমধ্যে তিন উইকেট হারিয়ে চাপে টাইগাররা। ৯ রানে জাকির, ৫ রানে শান্তর পর মুমিনুলকেও(৫) হারায় বাংলাদেশ। জাকির-শান্তকে ফেরান লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো। মুমিনুলকে ফেরান রাজিথা।
৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৯ রানে জয় ও ০ রানে ব্যাট করছে তাইজুল।
এর আগে ধনঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরির পরও খালেদ-নাহিদদের তোপে ২৮০ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের তোপে প্রথম সেশনেই ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার নিশান মাদুশাকা ২ রানে, কুশল মেন্ডিস ১৬ ও দিমুথ করুনারত্নে ১৭ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়েছেন। অ্যাঞ্জেল ম্যাথুস ৫ করে রান আউট হয়েছেন। দিনেশ চান্দিমাল ফিরেছেন ৯ রানে।
সেখান থেকে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জুটিতে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ ২০২ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত সেঞ্চুরি ছুঁয়ে দুজনই আউট হন সমান ১০২ রান করে। দুই সেঞ্চুরিয়ানকেই ফেরান নাহিদ রানা।
এই দুই ব্যাটারের বিদায়ে আবারও খেলায় ফেরে বাংলাদেশ। জয়সুরিয়াকে নিজের তৃতীয় শিকার বানান নাহিদ। তার বিদায়ে ২৬৫ রানে ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর জুটি গড়েন বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিথা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাইজুল ইসলাম। তাইজুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান বিশ্ব ফার্নান্দো। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৯ রান।
শেষ পর্যন্ত ৬৮ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৮০ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৩ টি, নাহিদ রানা ৩ টি, শরিফুল ইসলাম ১ টি ও তাইজুল ইসলাম ১ টি করে উইকেট নেন।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশান, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলঙ্কা-২০২৪