সেহরির পর মাঠে নামছে আর্জেন্টিনা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ২০:০৫
কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আর্জেন্টিনা। টানা ১৪ ম্যাচে তাদের জয়ের রেকর্ডটি অবশেষে ভাঙ্গে উরুগুয়ে। নভেম্বরে সেই ম্যাচে হারার পর ব্রাজিল ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফেরে আলবিসেলেস্তেরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের তাদের ঘরের মাঠেই হারায় কাতার বিশ্বাকাপের চ্যাম্পিয়নরা। ওই ম্যাচের পর আজ মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ এল সালভাদর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।
চোটের কারণে এল সালভাদরের বিপক্ষে নেই লিওনেল মেসি। তাই আর্জেন্টিনার আক্রমণভাগে থাকবেন অভিজ্ঞ লাওতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ। দলে নেই লিসান্দ্রো মার্টিনেজ ও প্যালাসিয়সের মতো তারকা ফুটবলাররাও। দুর্দান্ত ফর্মে থাকা পাওলো দিবালাও নেই এই দলে। এতে কপাল খুলতে পারে ভ্যালেন্টিন বার্কো, নিকোলাস ভ্যালেন্টিনি এবং ভ্যালেন্টিন কার্বোনির। এই তিন খেলোয়াড়ই আর্জেন্টিনার হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন।
এদিকে সাম্প্রতিক ফর্ম ভালো নয় এল সালভাদরের। সবশেষ ১৯ ম্যাচে জয়হীন তারা। এর মধ্যে নয়টি ড্র এবং দশটিতে হেরেছে তারা। এর মধ্যেই বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবেলা করতে হবে তাদের। তবে লিওনেল মেসিকে মোকাবেলা করতে হবে না ভেবেই স্বস্তি পেতে পারে এল সালভাদর।
সামনেই কোপা আমেরিকা। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যে কোনো মূল্যেই শিরোপা ধরে রাখতে চাইবে আলবেলিস্তেরা। তাই আসন্ন টুর্নামেন্টের আগে যতটা সম্ভব প্রস্তুতি নিয়ে রাখবে তারা। এল সালভাদরের বিপক্ষে খেলার তিন দিন পর কোস্টারিকাকে মোকাবিলা করবে মেসিবাহিনী। নিশ্চিতভাবেই এই দুটি ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে স্কালোনির দল।
- বিষয় :
- আর্জেন্টিনা