- খেলা
- রমিজ রাজার পিজেএল বন্ধ করলো পিসিবি
রমিজ রাজার পিজেএল বন্ধ করলো পিসিবি

পিজেএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভাওয়ালপুর রয়্যালস
রমিজ রাজা ক্রিকেট প্রশাসক হিসেবে কেমন, তা নিয়ে তর্ক-বিতর্ক হতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান থাকাকালে বেশ কিছু প্রশংসিত কাজ করেছেন রমিজ। তার একটি ছিল পাকিস্তান জুনিয়র লিগ বা পিজেএল। তবে ক্ষমতার পালাবদল হতেই সেই পিজেএল বন্ধ হয়ে গেল। নতুন করে দায়িত্ব পেয়েই পাকিস্তান জুনিয়র লিগ বন্ধ করে দিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।
পিসিবির বিবৃতিতে জানা যায়, পিসিবির ব্যবস্থাপনা কমিটি পিজেএল আর না চালানোর ব্যাপারে একমত হয়েছে। তবে তরুণ ক্রিকেটারদের বেড়ে ওঠার পথ পরিষ্কার রাখতে এবং আরও বেশি প্রতিভা বের করে আনতে নিয়মিত ভিত্তিতে দেশে ও বাইরে বয়সভিত্তিক সিরিজ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে পাকিস্তান সুপার লিগের প্রতি ম্যাচের একাদশে উদীয়মান ক্যাটাগরিতে একজন করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
গত অক্টোবরে প্রথমবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে পিজেএল আয়োজন করে পিসিবি। তৎকালীন চেয়ারম্যান রমিজ রাজার মস্তিষ্কপ্রসূত এই টুর্নামেন্টের শিরোপা জেতে ভাওয়ালপুর রয়্যালস।
মন্তব্য করুন