নতুন বছরে নতুন ক্লাবের হয়ে খেলবেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ২০২২ সালের শেষ দিনে সুয়ারেজ যোগ দিলেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। ফ্রি ট্রান্সফারে ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি।

গত বছর অক্টোবরে সুয়ারেজ তার ছোটবেলার ক্লাব ন্যাসিওলান থেকে বিদায় নেন। ন্যাসিওলানের হয়ে খেলেছেন ১৬টি ম্যাচ। করেছেন আটটি গোল। উরুগুয়ে চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। ৩৫ বছর বয়সী স্ট্রাইকার এর আগে ইউরোপ জুড়ে দাপিয়ে খেলেছেন। লিভারপুল, বার্সেলোনা আয়াক্স আমস্টারডাম এবং অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন।

এখন ব্রাজিলিয়ান লিগ সিরি আ’য় নতুন মিশনে নামতে চলেছেন এই ফরোয়ার্ড। নতুন ক্লাবে যোগ দিয়ে সুয়ারেজ বলেন, 'গ্রেমিওতে এই সুন্দর চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে যোগ দিয়ে আমি খুবই রোমাঞ্চিত এবং তা উপভোগ করছি।'

আগামী ১৭ জানুয়ারি সাও লুইসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে গ্রেমিও। এখানে নিজের ট্রেডমার্ক ৯ নম্বর জার্সিতে খেলবেন সুয়ারেজ। অ্যাতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও লিভারপুলেও ৯ নম্বর জার্সি পরে খেলেছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

একটা সময় মেসি-নেইমারের সঙ্গে বার্সেলোনায় খেলতেন সুয়ারেজ। মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়ে সে সময়ের ভয়ংকরতম আক্রমণভাগ গড়ে তুলেছিলেন বার্সা। এই ত্রয়ী বার্সাকে জিতিয়েছে চ্যাম্পিয়ন্স লিগও। নেইমার বার্সেলোনা ছেড়ে গেলেও থেকে যান সুয়ারেজ। তৈরি হয় মেসি-সুয়ারেজ নতুন জুটি। মেসির সঙ্গে তৈরি হয়েছিল গভীর বন্ধুত্ব, যা এখনো রয়েছে।