গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পান্তের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এখন সুস্থ হতে অনেকটা সময় লাগবে তার। দেহরাদূনের যে হাসপাতালে তিনি ভর্তি আছেন সেই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সুস্থ হতে ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে পান্তের। এই সময়ে বেশ কয়েকটি সিরিজে মাঠে নামা হবে না ভারতের উইকেটরক্ষকের। এছাড়াও আসন্ন আইপিএলেও খেলা হচ্ছে না দিল্লির এই অধিনায়কের।

আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। পান্তের অবস্থা নিয়ে ক্রীড়া বিভাগের ডাক্তার কামার আজম জানান, 'লিগামেন্টে যে ধরনের চোট রয়েছে, সেটা সারতে পান্তের অন্তত তিন থেকে ছয় মাস সময় লাগবে। চোট গুরুতর হলে, আরও বেশি সময় লাগবে। পূর্ণাঙ্গ চোটের রিপোর্ট পেলেই কেবল সঠিক সময় বলা যাবে।'

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না পান্ত। তাই সেখানে তার খেলার সুযোগ ছিল না। কিন্তু শ্রীলঙ্কার পরে ভারতে খেলতে আসবে নিউজ়িল্যান্ড। ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সেই সিরিজে পান্ত সুযোগ পেতেন কি না তা নিশ্চিত নয়। যদি নির্বাচকদের চিন্তাভাবনায় থাকেন তাহলে সেখান থেকে সরে আসতে হবে তাদের। সেই সিরিজেও অনিশ্চিত উইকেটরক্ষক এই ব্যাটার।