আইসিসি টুর্নামেন্টে ভারতের ধারাবাহিক ব্যর্থতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিসিসিআই। বছরের শেষ দিকে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে পারেন, এমন ২০ জন ক্রিকেটারের তালিকা তৈরি করা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছিল। একাধিক ক্রিকেটারের চোট শেষ মুহূর্তে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল ভারতীয় দলকে। সামনের বিশ্বকাপে যেন এমন পরিস্থিতিতে না পরতে হয় তাই আগেই দল গঠন করবে ভারত। এই বিষয়ে এক সভার আয়োজন করে বিসিসিআই। সেই সভায় উপস্থিত ছিলেন বোর্ড প্রধান রজার বিনি, সচিব জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। বিনি এবং রোহিত সেই সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা শেষে বোর্ড সচিব জয় শাহ বলেন, 'ভারতীয় বোর্ড ২০ জন ক্রিকেটারকে বেছে নেবে। সেই ২০ জনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত।' 

বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি বলেন, '২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে কাজের ধরন, ফিটনেসসহ অন্য বিষয়গুলো আলোচনা করা হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।'

এর বাইরে সার্বক্ষণিক তদারকির কাজ করবে জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ)। এ বিষয়ে রজার বিনি বলেন, 'যে ২০ জন খেলোয়াড়ের তালিকা নির্ধারণ করা হয়েছে, আইপিএলসহ অন্য খেলায় তাদের পারফরম্যান্স মূল্যায়ন করবে একাডেমি। সবকিছু ঠিক থাকলে খেলোয়াড়দের ইয়ো-ইয়ো টেস্টের ফলাফল দেখে দল নির্ধারণ করা হবে।'

তারা বাদ দিয়ে কোনও ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেন তা হলে নির্বাচকরা ঠিক করবেন তাকে বিশ্বকাপের দলে নেওয়া হবে কি না। এ বছর আইপিএলের আগে ভারত ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনটি দেশের বিপক্ষেই  তিনটি করে ম্যাচ খেলার কথা ভারতের।