- খেলা
- হত্যার হুমকি পেয়েছিলেন রমিজ রাজা
হত্যার হুমকি পেয়েছিলেন রমিজ রাজা
-samakal-63b1b9d17775b.jpg)
বিশ্বকাপজয়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ লোক হওয়ায় রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে বিদায় করে দেন নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পিসিবির নতুন চেয়ারম্যান করা হয়েছে শেহবাজের ঘনিষ্ঠ নাজাম শেঠিকে।
নাজাম শেঠি পিসিবির দায়িত্ব নেওয়ার পরই তার লোকেরা রমিজ রাজার সমালোচনায় মেতে ওঠেন। অভিযোগ তোলেন রমিজ পিসিবির কাছ থেকে বাড়তি সুযোগ-সুবিধা নিয়েছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময়ে বুলেটপ্রুফ গাড়ির ব্যবহার করেন রমিজ রাজা।
কেন বুলেটপ্রুফ গাড়ির ব্যবহার করেছিলেন সেই প্রসঙ্গে মুখ খুললেন রমিজ রাজা। তিনি বলেন, 'গাড়িটা পিসিবির, আমার কেনা নয়। আমার পরে যারা দায়িত্বে এসেছে, তারাও ব্যবহার করতে পারে। আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। হত্যার হুমকি ছাড়া আপনি বুলেটপ্রুফ গাড়ি পাবেন না।'
তিনি আরও বলেন, 'সেই হুমকির তথ্য আমি প্রকাশ করতে পারব না। গত মার্চে অস্ট্রেলিয়া যখন পাকিস্তানে এসেছিল, তখন আমাকে হুমকি দেওয়া হয়। ডিআইজি সাহেব তখন আমার বাড়িতে আসে। পুরো বিষয় নিয়ে রিপোর্ট তৈরি করে।'
মন্তব্য করুন