- খেলা
- রোনালদো-সুয়ারেজের পথে আর কে
রোনালদো-সুয়ারেজের পথে আর কে

ক্রিশ্চিয়ানো রোনালদোকে সৌদি আরবে বরণ করে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খবর বের হয়, লিওনেল মেসিও নাকি রয়েছেন মরুর পথে! ইতালির দৈনিক 'কালসিওমার্কাতো' জানিয়েছে, রোনালদোর ক্লাব আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল হিলাল হতে যাচ্ছে মেসির পরবর্তী ঠিকানা।
এরই মধ্যে নাকি মেসির সঙ্গে ক্লাবটি আলোচনাও সেরে ফেলেছে। চলতি মৌসুম শেষেই নাকি ইতিহাসের সর্বোচ্চ অর্থের বিনিময়ে আল হিলালে যাচ্ছেন তিনি। যদিও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে পিএসজি এক বছরের চুক্তি নবায়ন করছে বলেই খবর। কাতারে দুরন্ত ফুটবল খেলে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার পর দেশটির কোচসহ অনেকেই আগামী বিশ্বকাপেও মেসিকে চান। তিনি নিজেও আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলতে চান। তার পরও ক্লাব ফুটবলের মূল স্রোতে মেসি কত দিন টিকতে পারেন, সেটাই দেখার বিষয়।
সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তি করে রোনালদো যে কার্যত ক্যারিয়ারের ইতি টেনে ফেলেছেন, সে ব্যাপারে মনে হয় খুব বেশি সন্দেহ নেই। নিন্দুকেরা বলে, নিজের শেষ বুঝতে পেরেই ৩৭ বছর বয়সী এ তারকা আল নাসরের প্রস্তাবে সাড়া দিয়েছেন। সেই সঙ্গে রয়েছে কাড়ি কাড়ি অর্থ।
শেষ বেলায় এসে এমন লোভনীয় প্রস্তাব ফেরানোর সত্যিই ভীষণ কঠিন। প্রতি মৌসুমে বেতন ও ইমেজ রাইটস মিলিয়ে ২০০ মিলিয়ন ডলারের বেশি বা ২১ কোটি ডলারের বেশি ঢুকবে রোনালদোর অ্যাকাউন্টে। যা ফুটবল তো বটেই, ক্রীড়া ইতিহাসেই সর্বোচ্চ আয়। আল নাসরের সঙ্গে আড়াই বছরের চুক্তি শেষেও সৌদিতে অ্যাম্বাসাডর হিসেবে কাজ করার সুযোগ থাকছে তাঁর সামনে।
রোনালদোর আগেই মূল স্রোত থেকে ছিটকে গেছেন এই প্রজন্মের আরেক তারকা গ্যারেথ বেল। মাত্র ৩৩ বছর বয়সেই ওয়েলসের এ তারকা গত মৌসুমে যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে পাড়ি জমিয়েছেন। লুইস সুয়ারেজও মূল স্রোতে নেই। গত বছর অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ছেলেবেলার ক্লাব ন্যাসিওনালে ফিরে যান তিনি। উরুগুইয়ের ক্লাবটিতে মাস ছয়েক কাটানোর পর নতুন বছরের শুরুতে তিনি যোগ দিয়েছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। গত পরশু রাতে সেখানে উরুগুইয়ান স্ট্রাইকারকে বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
রোনালদোর ক্লাবে আরও যোগ দিতে পারেন সার্জিও রামোস। স্প্যানিশ এ ডিফেন্ডারের বয়স এখন ৩৬। আগের সেই ধার না থাকায় দুই বছর আগে তাঁকে ছেড়ে দেয় রিয়াল। ২০২১ সালে যোগ দেওয়ার পর পিএসজিতেও নিয়মিত সুযোগ পাচ্ছেন না তিনি। আগামী জুনে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। ফ্রি এজেন্ট হওয়ার পরই নাকি তাঁকে দলে ভেড়াতে চাইছে আল নাসর। ফলে রিয়াল মাদ্রিদের এই সাবেক জুটির সম্মিলন হতে পারে এখানে। চেলসির ফরাসি তারকা এনগোলা কন্তেকেও দলে ভেড়াতে চাইছে আল নাসর।
তবে ৩৭ বছর বয়সেও দিব্বি রিয়াল মাদ্রিদের মাঝমাঠের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন লুকা মডরিচ। বিশ্বকাপেও দারুণ খেলেছেন ক্রোয়াট এ তারকা। কাতারে ক্রোয়েশিয়া সেমিতে খেলেছে মূলত তাঁর অভিজ্ঞতার জোরেই। অবশ্য রোনালদোর জুটি হিসেবে মডরিচকে নাকি ভেড়ানোর চেষ্টা করেছিল আল নাসর। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেন মডরিচ। এ বছর জুলাইয়ে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তাঁর। রিয়াল তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করবে কিনা, সে বিষয়ে এখনও কোনো ইঙ্গিত মিলছে না। এই অনিশ্চয়তার পরও আল নাসরের প্রস্তাব গ্রহণ করেননি মডরিচ। তাঁর বিশ্বাস রিয়াল তাঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি করবে।
রিয়াল মাদ্রিদের আরেক তারকা মিডফিল্ডার টনি ক্রুসও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সর্বোচ্চ লেভেলের ফুটবল খেলা সত্ত্বেও মাত্র ৩২ বছর বয়সেই চলতি মৌসুম শেষেই নাকি ফুটবল থেকে অবসরে চলে যাবেন জার্মান এ তারকা। তাই বলা যায়, চলতি মৌসুম শেষেই মেসি-রোনালদোর প্রজন্মের অনেকেই বিদায় নিতে যাচ্ছেন।
মন্তব্য করুন