কাতার বিশ্বকাপে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের হাতে দুর্দান্ত এক দল ছিল। ভালো খেলছিলও রোনালদো-ব্রুনো ফার্নান্দেজদের দলটি। দলের অন্তঃকোন্দল ও মরক্কো বাধা মিলিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় পর্তুগিজদের। ওই ঘটনায় বরখাস্ত হয়েছেন দলটির ইউরো জয়ী কোচ সান্তোস। 

তার জায়গায় পর্তুগালের প্রতিভাবনা তরুণ দলটির কোচ হতে যাচ্ছেন রবার্তো মার্টিনেজ। রাশিয়ার পরে কাতার বিশ্বকাপে বেলজিয়ামের কোচ ছিলেন এই স্প্যানিশ কোচ। রাশিয়ায় তার দল সেমিফাইনাল খেললেও কাতারে গ্রুপ পর্বে বিদায় নেয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই বেলজিয়ামের দায়িত্বে না থাকার ঘোষণা দেন তিনি। 

সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক-এর ডেভিড অর্নেস্তেইন জানিয়েছেন, মার্টিনেজ পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে মৌখিকভাবে সম্মত হয়েছেন। আগামী সপ্তাহের প্রথম দিকে তাকে কোচ হিসেবে ঘোষণা করা হতে পারে। কাতার বিশ্বকাপে বেলজিয়াম ভালো না করলেও অভিজ্ঞ মার্টিনেজের হাতে অনেকগুলো চাকরির প্রস্তাব আছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। 

এর মধ্যে একাধিক জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব আছে তার। এর বাইরে স্পেন, ইংল্যান্ড ও পর্তুগিজ ক্লাবের দায়িত্ব নেওয়ারও প্রস্তাব আছে। তিনি পর্তুগালের কোচ হলে ২০২৪ ইউরো ও ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নেবেন। কাজ করার জন্য মার্টিনেজ পাবেন ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিও, জোয়াও ফেলিক্স, বেনার্ড সিলভা, ডিয়াগো জোটাদের মতো খেলোয়াড়।