২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন লিওনেল মেসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে তাঁর পায়ের ঝলক দেখেছিল সবাই। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে নিয়ে এদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে মেসিদের আবার বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে একটি চিঠি পাঠিয়েছে বাফুফে। এ বছর সুবিধাজনক সময়ে মেসিসহ পুরো দল ঢাকায় এনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা চিঠিতে উল্লেখ করেছে ফেডারেশন। এ নিয়ে সোমবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও কথা বলেছেন, 'আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও জোরালো কিছু হয়নি।'

বাস্তবে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আনাটা অনেক কঠিন। যে মাঠে খেলা হবে, সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম খেলার উপযোগী হয়নি। জুন-জুলাইয়ে আর্জেন্টিনাকে আনার পরিকল্পনা করলেও এখনও প্রতিপক্ষ খুঁজে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিকল্প হিসেবে প্যারিস সেন্ট জার্মেইয়েকে আনার চিন্তাও করেছিল ফেডারেশন। কিন্তু ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেননি মেসি।

আর্জেন্টিনাকে আনতে হলে প্রয়োজন প্রচুর অর্থ। ১১ বছর আগে লেগেছিল সাড়ে তিন মিলিয়ন ডলার। এবার শুধু আর্জেন্টিনাকে আনতে লাগবে ৭১ কোটি টাকা। আর প্রতিপক্ষ দল নিয়ে ম্যাচ আয়োজন করতে প্রয়োজন ১০২ কোটি টাকা। বৈশ্বিক আর্থিক মন্দার সময়ে শত কোটির ওপরে টাকা ম্যানেজ করাও কঠিন।

যদিও সালাউদ্দিন বলেছেন বেশ কয়েকটি স্পন্সরের কাছ থেকে সাড়া পেয়েছেন, 'আর্জেন্টিনাকে আনার বিষয়টি ব্যয়বহুল। কিন্তু আমাদের চেষ্টা করতে সমস্যা কোথায়?' আর্জেন্টিনা আসবে কিনা তা এখনও জানে না বাফুফে। কারণ চিঠির উত্তর দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।