সোমবার রাতে আচমকা অবসর নিয়েছিলেন গ্যারেথ বেল। তার ঠিক পরেই একই সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের অধিনায়ক তথা গোলকিপার হুগো লরিস। তবে তিনি শুধুমাত্র আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন। 

ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা বলেছেন লরিস। তিনি বলেন, 'ইউরোর যোগ্যতাপর্বের খেলা শুরু হবে আর কয়েকমাস পরেই। এটাই অবসর নেওয়ার সেরা সময়।'

বিশ্বকাপ এখন অতীত। সামনে ইউরো কাপ। এদিকে দিদিয়ের দেশ্যমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফরাসি ফুটবল সংস্থা। তার হাতেই ফ্রান্সের জাতীয় ফুটবল দলের দায়িত্ব।

ফ্রান্সের হয়ে লরিস খেলেছেন রেকর্ড ১৪৫ ম্যাচ। যার মধ্যে ১২২ ম্যাচে ছিলেন তিনি অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আসরে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে ফ্রান্স। যদিও কাতারে তা ধরে রাখতে পারেননি।