চলতি বিপিএলে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। টসভাগ্যেও হেসেছে সাকিব। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। তাই আগে ব্যাট করবে সোহানের রংপুর রাইডার্স।

নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল সাকিবের বরিশাল। জয়ের ধারায় ফেরার জন্য এই ম্যাচে এক পরিবর্তন এনেছে ফরচুন বরিশাল। পাকিস্তানের হায়দার আলীর পরিবর্তে দলে এসেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। রংপুর রাইডার্স এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, ইব্রাহিম জাদরান, চতুরাঙ্গা ডি সিলভা, ইফতিখার আহমেদ, করিম জানাত।

রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রবিউল হক, রাকিবুল হাসান, শোয়েব মালিক, সিকান্দার রাজা, বেনি হাওয়েল, আজমতউল্লাহ ওমরজাই।