বিপিএলে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনজনকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ। শাস্তি পাচ্ছেন বরিশালের সাকিব আল হাসান ও এনামুল হক বিজয় এবং রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামেন সাকিবের বরিশাল ও সোহানের রংপুর। ওই ম্যাচচে ৬ উইকেটে জিতেছে বরিশাল। ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুতে স্ট্রাইক বোলার ও স্ট্রাইক ব্যাটার বিতর্কে মাঠে ঢুকে পড়েন সাকিব। তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে। এছাড়া এনামুল হক বিজয়ের আউট নিয়ে বিতর্ক ছিল। ওই বিষয় নিয়েও উত্তাপ ছড়ায়। 

ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সোহানও। সেজন্য তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। সমকালকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে, তারা তাদের ভুল স্বীকার করে নিয়েছেন। তবু অসদাচরণের জন্য তাদের ম্যাচ ফি’র ১৫ শতাংশ করে জরিমানা করা হতে পারে।