- খেলা
- শান্তর ফিফটির পর হৃদয়ের সুপার নক, বড় সংগ্রহ সিলেটের
শান্তর ফিফটির পর হৃদয়ের সুপার নক, বড় সংগ্রহ সিলেটের

ছবি: টুইটার
খুব বড় তারকায় দল ভরা নয়। বড় বড় বিদেশি নামও নেই। তবে যারা আছেন পারফরম্যান্স করছেন। বুড়ো মাশরাফির নেতৃত্বে তাই সিলেট স্ট্রাইকার্স তিনে তিন জয় পেয়েছে। মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৮ উইকেটে ২০১ রানের সংগ্রহ পেয়েছে দলটি। যা জয় পাওয়ার মতোই রান।
টস জিতে ঢাকার অধিনায়ক নাসির হোসেন বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে তাসকিন তুলে নেন সিলেটের পাকিস্তানী ওপেনার মোহাম্মদ হারিসকে (৬)। এরপর নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয় জুটি গড়েন। ওপেনার শান্ত দলের ১০৫ রানে ফিরে যান। তার ব্যাট থেকে আসে ৩৯ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৫৭ রানের ইনিংস। আউট হওয়ার আগে রানের ভিত্তি দিয়ে যান তিনি।
আগের দুই ম্যাচে সেরা খেলোয়াড় হওয়া হৃদয় এই ম্যাচে হৃদয় জয় করা এক ইনিংস খেলেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বগুড়ার এই ব্যাটার খেলেছেন ৮৪ রানের ঝকঝকে ইনিংস। শেষ ওভারে ফিরে যাওয়ার আগে ৪৬ বলে ১৮২.৬১ স্ট্রাইক রেটে রান তুলে তিনি দলকে ভালো সংগ্রহ এনে দিয়েছেন। ব্যাট হাতে পাঁচটি করে চার ও ছক্কা তুলেছেন তিনি।
পরের ব্যাটাররা অবশ্য রান তুলতে পারেননি। ভালো ছন্দে থাকা জাকির হোসেন ১০ রান করে আউট হন। মুশফিকুর রহিম ৬ করে সাজঘরে ফেরেন। থিসারা পেরেরা ১১ রান করেন। ইমাদ ওয়াসিম কিংবা আকবার আলীও রান পাননি। মাশরাফি করেন ৪ বলে ৭ রান।
ঢাকার হয়ে পেসার আল আমিন ৩ উইকেট নিলেও ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আরাফাত সানি ও আরিফুল হক দুই ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ১৩ ও ১৯ করে রান দিয়ে একটি করে উইকেট নেন।
মন্তব্য করুন