- খেলা
- পরিকল্পনা নিয়ে রোনালদোর সঙ্গে বসতে চান মার্টিনেজ
পরিকল্পনা নিয়ে রোনালদোর সঙ্গে বসতে চান মার্টিনেজ

ছবি: মার্কা
পর্তুগালের নতুন কোচ হয়েছেন রর্বাতো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে বেলজিয়াম বিদায় নেওয়ায় চাকরি ছাড়েন এই স্প্যানিশ কোচ। দায়িত্ব নিয়ে জার্সি উন্মোচন করে সংবাদ সম্মেলনে এসেই অনুমিত প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আপনা পরিকল্পনা কী?’
ওই প্রশ্ন সামলানোর বুদ্ধি করেই হয়তো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মার্টিনেজ। রোনালদোকে বিশ্বকাপে বেঞ্চে বসানো এবং পরবর্তী সমালোচনার বিষয় তার অজানা নয়। দায়িত্ব নিয়েই নতুন প্রজেক্ট নিয়ে কথা বলে তাই সমালোচনার শিকার হতে চাইলেন না তিনি। জানিয়ে দিলেন, ৩৭ বছরের রোনালদোর সঙ্গে বসে পরিকল্পনা নিয়ে কথা বলতে চান তিনি।
পর্তুগালের নতুন কোচ মার্টিনেজ বলেন, ‘কাতার বিশ্বকাপে পর্তুগালের যে ২৬ জন ছিলেন তাদের নিয়েই আমি প্রাথমিক কাজ শুরু করবো। তাদের সবার সঙ্গেই যোগাযোগ করতে চাই। ওই তালিকায় ক্রিশ্চিয়ানোও রয়েছেন। আমরা বসে কথা বলতে চাই। এপর এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’
রোনালদোর সঙ্গে বসতে চান মানে পর্তুগিজ যুবরাজের পরিকল্পনা শুনতে চান মার্টিনেজ। কতদিন তিনি খেলতে চান, জাতীয় দল নিয়ে তার পরিকল্পনা কী। তার পরিকল্পনার সঙ্গে কোচের পরিকল্পনা মেলে কিনা এসবই হবে আলোচনার বিষয়। তবে সেই আলোচনা কবে করবেন তার ঠিক নেই।
সোনালি প্রজন্মের এক বেলজিয়াম দলের সঙ্গে কাজ করেছেন মার্টিনেজ। ওই দলটাকে রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলিয়েছেন। পর্তুগালের দলটিও তরুণ প্রতিভায় ভরা। জোয়াও ফেলিক্স, ডিয়াগো জোটা, বেনার্ড সিলভা, রাফায়েল লিও, গঞ্জালেস রামোসদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন বলে উল্লেখ করেন মার্টিনেজ।
পর্তুগালের দায়িত্ব নেওয়া মার্টিনেজ বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান দলের কোচ হতে পেরে আমি গর্বিত। পর্তুগাল বড় মাপের দল। সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই ভালো ফল হবে।’ তাকে কোচ হিসেবে ঘোষণা করা হলেও চাকরির মেয়াদ নিয়ে পরিষ্কার করা হয়নি। ২০২৪ সালের ইউরো এবং ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি পর্তুগালের ডাগ আউটে থাকবেন বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন