নতুন বছরের প্রথম দিনে আর্চারি ফেডারেশনের কাছে নিজের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছিলেন রোমান সানা। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেই চিঠি নিয়ে ফেডারেশন এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।

এর আগে গত বছরের ১৪ নভেম্বর শৃঙ্খলাজনিত কারণে ২ বছরের জন্য নিষিদ্ধ হন আর্চারি তারকা খেলোয়াড় রোমান সানা। 

রোমানের চিঠি সম্পর্কে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ বলেন, 'রোমানের আবেদন আমরা পেয়েছি। তার দেওয়া পত্রের ব্যাপারে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হবে।' 

ফেডারেশনে এখনো নভেম্বর মাসের পর কার্যনির্বাহী কমিটির সভা হয়নি। পরবর্তী সভা কবে হবে এই প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদক বলেন, 'কার্যনির্বাহী কমিটির সভায় অনেক ইস্যুই থাকে। দুই-একটি ইস্যুর জন্য সাধারণত সভা ডাকা হয় না। বেশ কয়েকটি ইস্যু নিয়েই আমরা সভা করব।'