- খেলা
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছয় মাস পর মূল্যায়নের শর্ত
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছয় মাস পর মূল্যায়নের শর্ত

ছবি: ফাইল
জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নতুন শর্ত যোগ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের নির্বাচক কমিটির সুপারিশের ভিত্তিতে চুক্তি দেওয়ার ‘ছয় মাস পর মূল্যায়নের’ শর্ত দিচ্ছে বিসিবি। অর্থাৎ চুক্তিভুক্ত হওয়ার ছয় মাস পর ওই ক্রিকেটারের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, তারা কেন্দ্রীয় চুক্তিতে শর্ত যোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বোর্ড মিটিংয়ে বিষয়টি অনুমোদন পেতে পারে, ‘এখন থেকে ছয় মাস পরপর চুক্তি মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ছেলেরা চুক্তির মূল্য বোঝে এবং সেভাবে পারফরম্যান্স করতে পারে।’
বিসিবির এই কর্মকর্তা জানান, তাদের চুক্তি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। কেউ প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করলে তার চুক্তি বাতিল হবে কিনা, হলে কীভাবে হবে এসব বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, চুক্তিতে নতুন শর্ত আসলেও কেন্দ্রীয় চুক্তি এক বছরের নিচে নামবে না। তবে কেউ প্রত্যাশা মিটিয়ে পারফরম্যান্স করতে না পারলে তাকে যেকোন পর্যায়ে বোর্ডের কাছে জবাবদিহিতা করতে হতে পারে। এছাড়া বিসিবির অনেকেই মনে করছেন, মূল্যায়নের বিষয়টি কার্যকর সিদ্ধান্ত হবে।
নান্নু বলেন, ‘ছয় মাস পরপর চুক্তি পর্যবেক্ষণের অর্থ হলো, চুক্তিতে ঢোকা মানে জায়গা পাকা এমন ধারণা কেউ পোষণ করতে পারবে না। এর মানে এই নয় যে, ছয় মাস পরপর চুক্তির তালিকায় পরিবর্তন আসবে। বরং এই শর্তের অর্থ হলো, তাদের জানিয়ে রাখা যে, যেকোন মুহূর্তে তাদের দিকে আঙুল তোলা হতে পারে।’
আগামী বোর্ড মিটিংয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করা হতে পারে। ক্রিকবাজ মনে করছে- নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়বেন। শেখ মাহেদি চুক্তিতে থাকবেন কিনা সন্দেহ আছে। অন্যদিকে পেসার হাসান মাহমুদ এবং ব্যাটার জাকির হাসান চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারেন।
মাহমুদুল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে কীভাবে রাখা হবে সেটাও দেখার বিষয়। কারণ অভিজ্ঞ এই ক্রিকেটার টেস্ট থেকে বিদায় নিয়েছেন। টি-২০ ফরম্যাটে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ওয়ানডে দলের নিয়মিত সদস্য তিনি। চলতি বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ পরিকল্পনায় আছেন তিনি।
মন্তব্য করুন