- খেলা
- বিয়ে সারলেন রাহুল-আথিয়া
বিয়ে সারলেন রাহুল-আথিয়া

ছবি: রাহুলের ফেসবুক থেকে নেওয়া
লম্বা সময় ধরে প্রেম করেছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। তাদের প্রেমের খবর গোপন ছিল না। লুকোচুরি নয় প্রকাশ্যেই প্রেম করেছেন এই দুই তারকা।
বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া ক্রিকেটার রাহুলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএল ও টি-২০ বিশ্বকাপের সময় রুমও শেয়ার করেছেন বলে খবর।
শুধু বিয়েটাই পিছিয়ে যাচ্ছিল তাদের। সর্বশেষ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পরে বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার রাহুল ও অভিনেত্রী আথিয়া। সেটাও হয়ে ওঠেনি। তবে এবার সাত পাঁকে বাধা পড়ার কাজটা করেই ফেলেছেন ওই জুটি।

সোমবার মালা বদল করেছেন রাহুল ও আথিয়া। অন্যদের মতো লুকোচুরি করে কিংবা পাঁচ তারকা হোটেলে বা কোন সমুদ্র সৈকতে নয় তারা বিয়ে করেছেন একেবারে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী। অর্থাৎ সুনীল শেঠির খন্ডালার খামার বাড়ি ‘জাহানে’ বরযাত্রী এনে বিয়ে করেছেন রাহুল।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস নিয়ে ভক্তদের কাছে রাহুল আর্শীবাদ চেয়েছেন, ‘তোমার আলোয় ভালোবাসতে শিখেছি...।’ এরপর লিখেছেন, ‘আজ আমার প্রিয়তমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যা আমাদের জন্য প্রশান্তির কারণ। কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয় নিয়ে একত্র থাকার এই যাত্রায় সকলের আর্শীবাদ কামনা করছি।’
মন্তব্য করুন