বিপিএলের শুরুতে ঢাকাতে নিজেদের দুই ম্যাচেই হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর চট্টগ্রামে এক ম্যাচ হারের পর টানা তিন জয় তুলে নিয়েছিল ইমরুল কায়েসের দল। সোমবার ঢাকায় অনুষ্ঠিত বিপিএলের দ্বিতীয় পর্বে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৬০ রানে জিতে জুজু কাটাল গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা। 

টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা শুরুতে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে হারান। তিনি ৭ বলে তিন রান করে ফিরে যান। লিটন দাস ২০ বলে তিন চারের শটে করেন ২০ রান। তিনে নামা ইমরুল কায়েস ২২ বলে পাঁচ চারের শটে ২৮ রান করেন। চারে নামা জনসন চার্লসও রান পেয়েছেন। তিনি ২৫ বলে দুই ছক্কা ও এক চারে ৩২ রান করেন। 

এরপর লোয়ার অর্ডারের খুশদীল শাহ ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে দুটি চার ও দুটি ছক্কার শট আসে। জাকের আলী ১০ বলে ২০ রানের কার্যকরী ইনিংস খেলায় ৬ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ পায় কুমিল্লা। 

জবাব দিতে নেমে নাসির হোসেনের ঢাকা টানা ব্যাটিং ব্যর্থতায় ঢাকা পড়ে। দুই ওপেনার মিজানুর রহমান ও সৌম্য সরকার ব্যর্থ হন। সৌম্য আসরে সাত ম্যাচ খেলে এখন পর্যন্ত ৫৫ রান করেছেন। দুই ইনিংসে ডাক মেরেছেন তিনি। তিনে নামা উসমান ঘানি ৩৩ রান করেন। এছাড়া নাসির ১৭ ও আল আমিন ১৪ রান করলে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান তুলতে পারে তারা।

কুমিল্লার কোন ব্যাটার বড় রান করতে পারেননি। পাঁচ ব্যাটারের ছোট ছোট রানে সংগ্রহ বড় করেছে তারা। তবে বল হাতে ব্যবধান গড়ে দিয়েছেন তরুণ পাকিস্তানি পেসার নাসিম শাহ। তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। বিপিএলে দুর্দান্ত অভিষেক হলো টি-২০ বিশ্বকাপ মাতানো এই তরুণের।