ঘরের মাঠে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সামনে রেখে রোহিত শর্মার যোগ্য সঙ্গী খুঁজছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। অভিজ্ঞ শিখর ধাওয়ান লাইনে আছে। প্রস্তুত করা হচ্ছে শুভমন গিল ও ইশান কিশানকে। তবে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ওই ওপেনিং স্পট সম্ভবত নিজের নামে লিখে নিয়েছেন তরুণ গিল। তার ব্যাটে ভর করে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে শেষ ম্যাচে ৯০ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে ভারত। 

মঙ্গলবার ইনদোরে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেটে ৩৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ওপেনার রোহিত শর্মা ৮৫ বলে ১০২ রানের ইনিংস খেলেন। নয়টি চারের সঙ্গে ছয়টি ছক্কা তোলেন তিনি। শুভমন গিল ৭৮ বলে ১১২ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৩টি চার ও পাঁচটি ছক্কা দেখা যায়। এছাড়া হার্ডিক পান্ডিয়া শেষ দিকে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। 

জবাব দিতে নেমে ২৯৫ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। দলটির হয়ে ওপেনার ডেভন কনওয়ে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ১০০ বলের মুখোমুখি হয়ে ১২টি চার ও আটটি ছক্কা তোলেন এই ব্যাটার। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। তিনে নামা হেনরি নিকোলস ৪২ করে ফিরে যান। ডার্লি মিশেল করেন ২৪ রান। টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস ব্যর্থ হওয়ার হার লেখা হয়ে যায় কিউইদের। মাইকেল ব্রেসওয়েল ২৬ ও মিশেল সাটনার ৩৮ রান করে হারের ব্যবধান ছোট করেছেন। 

ভারতের হয়ে দারুণ বোলিং করেছেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। পেস অলরাউন্ডার শার্দুল ১০ ওভারে ৪৫ রান দিয়ে নেন তিন উইকেট। বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ ৯ ওভারে ৬২ রান খরচ করলেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর আগে কিউইদের হয়ে জ্যাকব ডাফি ১০০ রান দিয়ে নেন তিন উইকেট। ব্লেয়ার টিকনার ৭৫ রান দিয়ে তিন উইকেট নেন। 

সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ওপেনার শুভমন গিল। দ্বিতীয় ম্যাচে ১০৯ রানের লক্ষ্যে নেমে হার না মানা ৪০ রান করেন তিনি। শেষ ওয়ানডে ম্যাচেও পেলেন সেঞ্চুরি। তবে ম্যাচ সেরা হননি গিল। ২৫ রানের সঙ্গে তিন উইকেট নেওয়ায় ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন শার্দুল। অনুমিতভাবে গিল সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলেছিলেন তিনি।