- খেলা
- কুল-বিএসজেএ মিডিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত
কুল-বিএসজেএ মিডিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ স্পোর্টস জার্নালিজম অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) তত্ত্বাবধায়নে ও স্কয়ার টয়লেট্রিজের কুল-এর পৃষ্ঠপোষকতায় ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফাইনালে বৈশাখী টিভি চ্যাম্পিয়ন এবং চ্যানেল আই রানার্সআপ হয়েছে।
শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হওয়ায় টাইব্রেকারে বৈশাখী টিভি ৪-২ গোলে চ্যানেল আই’কে হারায়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়েছে।
মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মাকেটিং ড.জেসমিন জামান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের ভালো লেখার পাশাপাশি ভালো খেলতেও পারেন। বিশেষ অতিথি বলেন, সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় যারা থাকেন তাদের পাশে থাকতে পেরে স্কয়ার পরিবার আনন্দিত। বিএসজেএ-এর সভাপতি সাঈদুজ্জামান এই আয়োজনে পাশে থাকায় স্কয়ার টয়লেট্রিজকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন