- খেলা
- টি-২০’র বর্ষসেরা হলেন সূর্যকুমার
টি-২০’র বর্ষসেরা হলেন সূর্যকুমার

টি-২০’র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হাতে সূর্যকুমার। ছবি: টুইটার
ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবকে বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। গত বছর টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান করায় বুধবার তাকে সেরা ঘোষণা করা হয়েছে।
সূর্যকুমার প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার বা তার বেশি রান করেছেন। ৩১ ইনিংসে গত বছর ৪৬.৫৬ গড়ে তিনি এক হাজার ১৬৪ রান করেছেন। পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে হটিয়ে টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন।
পুরস্কার নিয়ে সূর্যকুমার বলেছেন, ‘খুবই ভালো লাগছে। ২০২২ সাল অসাধারণ কেটেছে। কিছু ইনিংস খেলেছি যা আমি নিজেও দারুণ উপভোগ করেছি। যদি এর মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, আমি আমার প্রথম সেঞ্চুরির ইনিংসটির কথা বলবো। কারণ প্রথম সেঞ্চুরি সবসময় বিশেষ। আশা করছি, আমার ব্যাট থেকে ওমন আরও ইনিংস আসবে।’
সূর্যকুমার যাদব এরই মধ্যে টি-২০ ফরম্যাটে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন। এর মধ্যে দুটি সেঞ্চুরি তিনি গত বছর করেছেন। এছাড়া নয়টি অর্ধশতক পেয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। ছয় ইনিংস খেলে তিনটি ফিফটি পেয়েছিলেন ডানহাতি এই ৩৬০ ডিগ্রী খ্যাত ব্যাটার। বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮।
মন্তব্য করুন