- খেলা
- পাকিস্তানিরা ২ ফেব্রুয়ারির পরও থাকবেন, আশা বিপিএল ফ্র্যাঞ্চাইজির
পাকিস্তানিরা ২ ফেব্রুয়ারির পরও থাকবেন, আশা বিপিএল ফ্র্যাঞ্চাইজির

ছবি: ফাইল
পাকিস্তানের ক্রিকেটারদের ২ ফেব্রুয়ারির মধ্যে বিপিএল ছাড়তে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম এমনটাই দাবি করেছে। ওই মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে তারা ক্রিকেটারদের বিশ্রামের কথা চিন্তা করে দ্রুত বিপিএল ছাড়ার পরামর্শ দিয়েছেন।
তবে বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকরা আশা করছেন, ২ ফেব্রুয়ারির পরও বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া যাবে। পিএসএল শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। দেশটির ক্রিকেটাররা তাই ৮-৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলবেন বলে আশাবাদী বিপিএল ক্লাবের কোচ-কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজির একটি চুক্তি আছে। তা হলো, আসর শুরুর ১৫ দিন আগে স্থানীয় ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেবেন। তারা যদি বিষয়টি বিবেচনায় নেয় তাহলে দুই বোর্ডের সঙ্গে সম্পর্কের জেরে পাকিস্তানের ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে।’
তবে বিষয়টি এখন পিএসএল ফ্র্যাঞ্চাইজি এবং বিপিএলে খেলা পাকিস্তানের খেলোয়াড়ের মধ্যে আলোচনা করে সমঝোতার বিষয় বলেও উল্লেখ করেন বিসিবির ওই কর্মকর্তা। ওই সমঝোতার মাধ্যমে ক্রিকেটাররা ৮-৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে থাকবেন বলে আশা করছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকবাজকে বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ২ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ফেরত চেয়েছে। তবে ক্রিকেটাররা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে থাকার চেষ্টা করছেন। ক্রিকেটারদের বোর্ডের সঙ্গে আলোচনা করতে বলা ছাড়া আমাদের হাতে তেমন কিছু নেই। ক্রিকেটাররাও বলছেন, তারা কিছুদিন বেশি খেলার জন্য বোর্ডকে বোঝানোর চেষ্টা করবেন।’
রংপুর রাইডার্সের নির্বাহী পরিচালক শানিয়ান তানিম বলেছেন, ‘আমরা জেনেছি যে, পাকিস্তানের ক্রিকেটাররা ২ ফেব্রুয়ারির পরে চলে যেতে পারেন। তবে আমি মনে করি, অতো আগে তারা যাবেন না। কারণ তারা বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলার জন্য অনুমতি নিচ্ছেন।’
কোন দলে পাকিস্তানের কে:
ঢাকা ডমিনেটর্স: শান মাসুদ, আহমেদ শেহজাদ, সালমান ইরশাদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান, খাজা নাফি।
ফরচুন বরিশাল: ইফতেখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হায়দার আলী।
খুলনা টাইগার্স: ওয়াহাব রিয়াজ, আজম খান, আমাদ বাট।
সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, ইমাদ ওয়াসিম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুলদীল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ।
রংপুর রাইডার্স: শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ।
মন্তব্য করুন