সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে আজ ফরচুন বরিশালের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। জয়ের ধারায় ফিরতে চায় বরিশাল অন্যদিকে হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের স্বাদ নিতে মরিয়া চট্টগ্রামও।

সিলেটের কাছে হার দিয়ে বিপিএল শুরু করে বরিশাল। এরপর টানা পাঁচ ম্যাচে জয় পায় তারা। সপ্তম ম্যাচে এসে ফের সিলেটের কাছে হারে সাকিবরা। সিলেটের কাছে ঐ হারকে ভুলে গিয়ে সিলেটের মাঠে নতুনভাবে জয়ের ধারায় ফিরতে চায় বরিশাল।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ৬ ইনিংসে ৩ হাফ-সেঞ্চুরিতে টুর্নামেন্টে এ পর্যন্ত সর্বোচ্চ ৩০৪ রান করেছেন তিনি। যদিও বল হাতে সেরাটা দিতে পারছেন না তিনি। ৭ ইনিংসে ২৪ ওভার বল করে ১৪৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি।

এদিকে প্রথম চার ম্যাচে ২টি করে জয় ও হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম। এরপর টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বন্দরনগরীর দলটি। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ রান পাকিস্তানের উসমান খানের। ৭ ইনিংসে ২১২ রান তার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, কার্টিস ক্যাম্পার, ভিজয়কান্ত ভিয়াসকান্ত, মেহেদী মারুফ, মোহাম্মদ নিহাদুজ্জামান, উন্মুক্ত চাদ, ম্যাক্স ও'ডোড।

ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, সালমান হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, চতুরঙ্গ ডি সিলভা, ইফতিখার আহমেদ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।