নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলাম (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

আজ শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। পরে কেরানীগঞ্জ আল মারকাজুল ইসলাম মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর লাশ দাফন করা হয়।