- খেলা
- গ্রেপ্তার নেই, গা-ঢাকা কাউন্সিলর জসিমের
চট্টগ্রামে রিজওয়ানার গাড়িতে হামলা
গ্রেপ্তার নেই, গা-ঢাকা কাউন্সিলর জসিমের

বেলার পরিদর্শন টিমের আশেপাশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকজন অবস্থান নেয়। ছবি- সমকাল
চট্টগ্রামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলার ২৪ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার হয়নি কেউ। এ ঘটনায় সাত আসামির বিরুদ্ধে মামলা রেকর্ড করলেও কাউকে ধরতে গতকাল শুক্রবার পর্যন্ত অভিযানও চালায়নি পুলিশ। এ সুযোগে গা-ঢাকা দিয়েছেন ঘটনার হোতা চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা জহুরুল আলম ওরফে জসিম।
তবে এজাহারে আসামিদের পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় তাঁদের শনাক্ত করা যায়নি বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বৃহস্পতিবার অবৈধভাবে পাহাড় কাটা, কালিরছড়া খাল ভরাট ও স্থাপনা নির্মাণের চিত্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন সৈয়দা রিজওয়ানা। পরে তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের আকবর শাহ থানার এসআই জাহেদ উল্লাহ জামান বলেন, এজাহারে সাত আসামির নাম থাকলেও কারও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া হয়নি। এ জন্য আগে তাঁদের শনাক্ত করা হচ্ছে। এরপর তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।
আসামিরা হলেন- কাউন্সিলর জসিম, মো. হৃদয়, আবু নোমান ওরফে কালা নোমান, সাইফুদ্দিন ভূঁইয়া, আনিস চৌধুরী রাজন, শাকিল ও সাঈদ।
মন্তব্য করুন