- খেলা
- বিশ্বকাপে রেফারির প্রতি ক্ষোভ, গোডিন-এডিনসনরা নিষিদ্ধ
বিশ্বকাপে রেফারির প্রতি ক্ষোভ, গোডিন-এডিনসনরা নিষিদ্ধ

ছবি: ফাইল
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নিতে হয় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে। শেষ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেওয়ায় লুইস সুয়ারেজকে কাঁদতে দেখা যায়। দলটির খেলোয়াড়রা মনে করেন, ওই কান্নার কারণ রেফারি। কারণ ম্যাচে সম্ভাব্য পেনাল্টি দেননি রেফারি।
ওই ঘটনায় রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন উরুগুয়ের দিয়াগো গোডিন, এডিনসন কাভানিরা। সেজন্য ফিফা উরুগুয়ের চার ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে।
রেফারির প্রতি মারমুখী আচরণ ও বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুজরেলা ও ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিজ্ঞ ডিফেন্ডার দিয়াগো গোডিন ও স্ট্রাইকার এডিনসন কাভানি এক ম্যাচ করে নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদের ২০ হাজার সুইস ফ্রা ও উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা। শুক্রবার এক বিবৃতি দিয়ে ফিফা শাস্তির বিষয়টি নিশ্চিত করে।
বিশ্বকাপে ২ ডিসেম্বরের ম্যাচে ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল উরুগুয়ে। দুই গোলের লিড থাকায় দ্বিতীয় রাউন্ডের পথেই ছিল তারা। কিন্তু ‘এইচ’ গ্রুপের ম্যাচে পর্তুগালকে ২-১ ব্যবধানে হারিয়ে দক্ষিণ কোরিয়া গোল ব্যবধানে নকআউট পর্বে চলে যায়।
ওই ম্যাচে শেষ মুহূর্তে ট্যাকলের শিকার হয়েছিলেন কাভানি। রেফারি বিষয়টি এড়িয়ে যাওয়ায় পেনাল্টির আবেদন করেন উরুগুয়ের খেলোয়াড়রা। কিন্তু রেফারি কর্ণপাত না করায় আক্রমণাত্মক হয়ে ওঠেন গোডিন-হিমিনেজরা। পুলিশি পাহারায় মাঠ ছাড়তে হয় রেফারিকে। কাভানিরা সাজঘরে যাওয়ার পথে ভাঙচুরও করেন।
মন্তব্য করুন