গত বছর ২২ নাম্বার গ্র্যান্ডস্লামে চুমু এঁকেছিলেন রাফায়েল নাদাল। দূর থেকে দর্শক হয়ে দেখেছিলেন নোভাক জকোভিচ। আজ সেই মঞ্চে না হলেও তেমনি এক মঞ্চে একই সংখ্যাকে আপন করে নেওয়ার সুযোগ জকোর। এদিন আবার টিভি দর্শক নাদাল। 

করোনার বিধি-নিষেধের মানতে না চাওয়ায় গত আসরের অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয়নি জকোভিচের। না হলে হয়তো এতদিনে একই শৃঙ্গে নাদালের সঙ্গে জকোর নামটাও থাকত। পরে উইম্বলডন জিতে কাজটা এগিয়ে রাখেন সার্বিয়ান তারকা। এখন বাইশের ঘরে পা দেওয়াটাই বাকি। সেই পথে তাঁর বাধা এই সময়ের আরেক সেনসেশন স্টেফানো সিসিপাস।

জকোর জন্য রেকর্ড গ্রান্ড স্লাম জেতা সহজ হবে না। কারণ দারুণ ফর্মে আছেন সিসিপাস। যদিও গ্র্যান্ডস্লামের মুকুট এখনও হাতে ওঠেনি তার। যার একটি ছিল ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেন। সেবার জকোর কাছেই হেরে যান তিনি। এবার আরেকটা ফাইনাল। প্রতিপক্ষ সেই জকো। 

রড লেভার অ্যারেনার আবারও সেই দুঃস্মৃতি ফিরুক কখনোই চাইবেন না সিসি। তার হাতে প্রথম না উঠলে জকো লিখবেন নতুন ইতিহাস। যেটা তার আগে নাদাল লিখেছেন। সিসিপাস জানান, ম্যাচটা উপভোগ করতে চান, শিরোপাও চান। সিসিকে সম্মান দিচ্ছেন জকো, ‘সে পেশাদার। এখন দারুণ খেলছে। তবে এও সত্য, আমি ইতিহাস গড়তে চাই।’