নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগে ব্যাট করে ৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৩৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে শিরোপা ঘরে তুলেছে ভারতের নারীরা। এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসর।

পচেফস্ট্রুমে ফাইনাল ম্যাচে টস জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলের ব্যাটারদের মধ্যে রায়না ম্যাকডোনাল্ড সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন। এছাড়া আলেক্সা স্টোনহাউস ও সোফিয়া স্মেল ১১ রান করেন। নিমহ হল্যান্ডের ব্যাট থেকে আসে ১০ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ৬৮ রানে অলআউট হয়। ৪ ওভারে মাত্র ৬ রান খরচে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার তিতাস সাধু। দুই উইকেট নিয়েছেন অর্চনা দেবী ও পার্শ্ববী চোপড়াও।

জবাবে ২০ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার শেফালি ভার্মা (১৫) ও শ্বেতা শেরাওয়াত(৫)। তবে তৃতীয় উইকেটে সৌম্য তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা মিলে ৪৬ রানের জুটি গড়েন। তাদের জুটিতে ভর করে ৩৬ বল আগেই ৩ উইকেটে জয় পায় ভারত। জয় থেকে ৩ রান দূরে থাকতে গোঙ্গাদি তৃষা ২৪ রানে আউট হন। সৌম্য তিওয়ারি ২৪  রানে অপরাজিত থাকেন।