- খেলা
- অতিরিক্ত সময়ের গোলে এফএ কাপে লিভারপুলের বিদায়
অতিরিক্ত সময়ের গোলে এফএ কাপে লিভারপুলের বিদায়
-samakal-63d6a5626b514.jpg)
ছবি- এএফপি
সময়টা খুব খারাপ যাচ্ছে লিভারপুলের। লিগ কাপের পর এবার এফএ কাপ থেকেও বাদ পড়ল জার্গেন ক্লপের দল। ব্রাইটনের বিপক্ষে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হারে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে হার্ভি এলিয়টের গোলে ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ৩৯ মিনিটে সমতায় ফেরান ব্রাইটনের লুইস ডাঙ্ক। এতে ১-১ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর লিভারপুলকে চেপে ধরে ব্রাইটন। সুযোগ বুঝে আক্রমণেও যাচ্ছিল তারা। খেলার যোগ করা অতিরিক্ত সময়ে ব্রাইটনকে এগিয়ে নেন জাপানিজ স্ট্রাইকার কাউরো মিতোমা। তাতেই বেজে উঠে লিভারপুলের বিদায়ঘণ্টা। আর ব্রাইটন জয় পায় ২-১ গোলের ব্যবধানে।
মন্তব্য করুন