- খেলা
- বিশ্বকাপের কঠিন সময়ের কথা জানালেন মেসি
বিশ্বকাপের কঠিন সময়ের কথা জানালেন মেসি
-samakal-63d8b37006974.jpg)
২০২২ বিশ্বকাপ জেতার পর প্রথমবার সাক্ষাৎকার দিলেন লিওনেল মেসি। কাতারে শিরোপা উদযাপন থেকে শুরু করে বিভিন্ন বিষয় ওঠে এসেছে সেই সাক্ষাৎকারে। যেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন, কাতার বিশ্বকাপের কোন সময়টা তার জন্য খুব কঠিন ছিল।
কাতার বিশ্বকাপে অংশ নেবার আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিলেন মেসিরা। তাই শুরু থেকেই আর্জেন্টিনাকে ফেভারিট ভাবা হচ্ছিল। কিন্তু কিন্তু প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকার হতে হয় আলবিসেলেস্তেদের। র্যাংকিংয়ের অনেক পিছিয়ে থাকা সোদি আরবের দলের বিপক্ষে হেরে যায় ম্যারাডোনার উত্তরসূরিরা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জালে পাঁচ মিনিটে দুই গোল দিয়ে জয় ছিনিয়ে নেয় সৌদিরা।
এই ম্যাচ হারায় গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয় আর্জেন্টিনার। তবে গ্রুপ পর্বে বাঁচা মরার দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যায় মেসিরা। একের পর এক বাধা পেরিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা।
সেই বিশ্বকাপ কয়ের দেড় মাস পর আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি জানালেন কাতার বিশ্বকাপে তার কঠিন সময়ের কথা। আর্জেন্টাইন রেডিও উর্বানা প্লেই'কে ৩৫ বছর বয়সী মেসি বললেন, 'সৌদি আরবের বিপক্ষে হার সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি সবচেয়ে কঠিন ছিল, কারণ আমরা ঝুঁকির মধ্যে ছিলাম। এটি এমন একটি ম্যাচ ছিল, যেখানে আমরা সবচেয়ে খারাপ খেলেছি…তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা উতরে যাব। আমাদের দলটা যেমন ছিল, তা না থাকলে আমার মনে হয় এই পরিস্থিতি অতিক্রম করা খুব কঠিন হতো।'
এছাড়া বিশ্বকাপের কঠিনতম ম্যাচের কথা বলতে গিয়ে মেসি জানালেন মেক্সিকো ম্যাচের কথা। মেসির কথায়, 'মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। এছাড়া প্রতিটা ম্যাচেই আমরা আমাদের প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি, কারণ আমরা সবসময়ই আমাদের করণীয় সম্পর্কে ভালোভাবে জানতাম। আমাদের কোচিং স্টাফরাও আমাদের অনেক সাহায্য করেছেন।'
মন্তব্য করুন