- খেলা
- প্রিমিয়ার লিগের রেকর্ড তছনছ করে চেলসিতে এনজো
প্রিমিয়ার লিগের রেকর্ড তছনছ করে চেলসিতে এনজো

ছবি: ফাইল
বিশ্বকাপের সেরা তরুণ নায়ক এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে সেরা উদীয়মান হয়েছেন তিনি। এরপর জানুয়ারির দলবদলের বাজারে বেনফিকার এই তরুণ মিডফিল্ডারকে দলে নিতে উঠে পড়ে লাগে চেলসি। প্রথম বিডে অবশ্য ব্লুজরা তাকে কিনতে পারেনি। তবে ভাঙা বাজারে রেকর্ড দামে এই তরুণকে দলে নিয়েছে টোড বোহলির ক্লাব।
তাকে কিনতে চেলসির খরচ হয়েছে ১৩১ মিলিয়ন ডলার। বাংলাদেশের হিসাবে যা এক হাজার ৩৯৫ কোটি (১৩৯৫ কোটি) ৬৭ লাখ টাকা। তার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার ২২ বছর বয়সী এনজো। এর আগে যথাক্রমে জ্যাক গ্রেলিস, রোমেলু লুকাকু এবং পল পগবা ছিলেন সবচেয়ে দামী।
তার সঙ্গে চেলসির চুক্তির বিষয়ে বেনফিকা বিবৃতি দিয়ে বলেছে, ‘এনজোর স্বত্ত্ব বিক্রির ব্যাপারে চেলসির সঙ্গে আমরা সমঝোতায় পৌঁছেছি।’ চলতি মৌসুমে বেনফিকার ‘ফুটবলার বিক্রির’ ব্যবসা হয়েছে রমরমা। মৌসুমের শুরুতে প্রায় শত কোটি ডলারে তারা লিভারপুলের কাছে ডারউইন নুনিয়েজকে বিক্রি করেছে।
গত বছরের জুনে রিভার প্লেট থেকে এনজো ফার্নান্দেজকে কেনে বেনফিকা। ওই চুক্তির মৌসুম না পুরতেই বিশ্বকাপ জিতলেন এবং ক্লাব ছাড়লেন তরুণ এই মিডফিল্ডার। শর্ত অনুযায়ী, বেনফিকার থেকে তাই প্রায় ৩২ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে রিভার প্লেট।

এনজোর সঙ্গে চেলসির চুক্তি নিয়ে বিবিসির বিশ্লেষকরা বলেছেন, এটা একটি চমক দেওয়া চুক্তি। বেনফিকা দলটির তরুণ মিডফিল্ডারকে বিক্রির ব্যাপারটি খুব বুদ্ধির সঙ্গে সামলেছে। বিশ্বকাপে এনজোর পারফরম্যান্স এবং মিডফিল্ডে তার বৈচিত্রপূর্ণ ভূমিকার কারণে তার এই দাম খুব বেশি নয় বলেও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, এনজো হোল্ডিং মিডফিল্ড কিংবা মাঝমাঠের ডান-বাম দুই পাশেই খেলতে পারেন। যে কারণে তিনি গুরুত্বপূর্ণ সাইনিং।
তার সঙ্গে চুক্তির আগে অভিজ্ঞ ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহোকে মাত্র ১৪ মিলিয়ন ডলারে আর্সেনালের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। জানুয়ারির দলবদলের বাজারে দামি দামি খেলোয়াড় কিনেছে চেলসি। শাখতার থেকে ইউক্রেনের মিখাইলো মুদ্রিক, ব্রাজিলের তরুণ আন্দ্রে সান্তোস কিংবা দাত্রো ফোফানা ও ধারে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে নেওয়া জোয়াও ফেলিক্স অন্যতম।
মন্তব্য করুন