- খেলা
- পুরোনো মুদ্রা দেখিয়ে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার ৩
পুরোনো মুদ্রা দেখিয়ে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার ৩

ছবি: ফাইল
পুরোনো ধাতব মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধাতব মুদ্রা বানানোর সরঞ্জাম ও চেতনানাশক বিভিন্ন রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচা বাজার এলাকার মৃত আব্দুল করিমের ছেলে রফিকুল ইসলাম (৫৫), সিলেটের গোলাপগঞ্জ থানার দাড়ীপাতন গ্রামের মৃত আলাউদ্দিন খানের ছেলে শাহেদ আহম্মদ খান (৪৪) ও চট্টগ্রামের সীতাকুণ্ড থানার দক্ষিণ রহমত নগর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ আলমগীর (৩৭)।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারণাকারী চক্রের সদস্য। তারা প্রথমে বিত্তবান লোকদের টার্গেট করে। তাদের কাছে ১৮৩৯ সালের ব্রিটিশ আমলের পুরোনো মুদ্রা রয়েছে এবং ওই মুদ্রার বহু অলৌকিক ক্ষমতা রয়েছে বলে লোকজনকে বলতে থাকেন। এরপর লাখ টাকা দামে তা বিক্রি করেন। কিন্তু ওই মুদ্রাগুলো নিজেরাই তৈরি করেন। এছাড়া লোকজনকে অজ্ঞান করে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন