- খেলা
- ভিনিকে ‘ভয়ঙ্কর’ ফাউল করলেন এক স্বদেশী
ভিনিকে ‘ভয়ঙ্কর’ ফাউল করলেন এক স্বদেশী

ছবি: টুইটার
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৫২ ও ৫৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোররা। দুই গোলেই সহায়তা করেন করিম বেনজেমা।
পাল্টা আক্রমণে উঠে গোল শোধ করার লড়াই করতে হতো ভ্যালেন্সিয়ার। ওই চেষ্টা করেও তারা পারছিল না। বরং ভিনিসিয়াস গতি-ড্রিবলিং দিয়ে ব্যস্ত রেখেছিল লা লিগার এক সময়ের অন্যতম সেরা দল ভ্যালেন্সিয়াকে।
ম্যাচের ৭১ মিনিটে তেমনই এক ড্রিবলিং করেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ ভিনি। ভ্যালেন্সিয়ার গ্যাব্রিয়েল পাউলিস্তা কাছে আসতেই পায়ের জাদুতে বল কাটিয়ে নেন তিনি। অথচ বল না থাকলেও পাউলিস্তা সজোরে বলে কিক নেওয়ার মতো করে পা চালান।
ভিনিসিয়াসের হাঁটু বরাবর তা সজোরে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাঠে থাকা রেফারি তাকে লাল কার্ড দেখাতে দেরি করেননি। মজার বিষয় হলো, ওমন বাজে এবং ভয়ঙ্কর ট্যাকল করার পরও লাল কার্ডে বিষয়টি মেনে নিতে পারেননি পাউলিস্তা। তিনি রেফারির সঙ্গে লাল কার্ড দেওয়ায় তর্কে জড়িয়ে পড়েন।
???????? Así fue la escalofriante entrada de Paulista sobre Vinicius que le costó la merecida roja al valencianista... pic.twitter.com/1o9ySDsSIS #RealMadridValencia
— MARCA (@marca) February 2, 2023
ভিনি গুরুতর ইনজুরিতে পড়ার মতো ওই ফাউলের শিকার হয়েছেন তারই একজন স্বদেশীর দ্বারা। পাউলিস্তা ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার। ২০১৩ সাল থেকে ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলছেন তিনি। দুই মৌসুম করে ভিয়ারিয়াল ও আর্সেনালে কাটিয়ে ছয় মৌসুম খেলছেন ভ্যালেন্সিয়ার হয়ে। তবে ব্রাজিল জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলে খেলা হয়নি তার।
মন্তব্য করুন