- খেলা
- ফাইনাল নিয়ে এমবাপ্পের সঙ্গে যে আলাপ হয়েছে মেসির
ফাইনাল নিয়ে এমবাপ্পের সঙ্গে যে আলাপ হয়েছে মেসির

ছবি: ফাইল
কাতার বিশ্বকাপে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে ছিলেন প্রতিদ্বন্দ্বী। ওই ফাইনালে হ্যাট্রট্রিক করা ফ্রান্সম্যান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জয় তুলে নিয়েছে মেসির আর্জেন্টিনা। যে ম্যাচ নিয়ে মাঠের বাইরে অনেক উত্তাপ ছড়িয়েছে। আর্জেন্টিনায় এমবাপ্পেকে হেয় করে উদযাপন করা হয়েছে।
এমনকি মেসির পাশে দাঁড়িয়ে এমিলিয়ানো মার্টিনেজ কোলে এমবাপ্পের মুখ লাগানো পুতুলের ছবি নিয়ে তাকে ছোট করেছেন। ছুটি কাটিয়ে মেসি পিএসজি’র ক্যাম্পে ফেরার পর একটা প্রশ্ন ছিল- কীভাবে এমবাপ্পে এবং প্যারিসের ভক্তরা মেসিকে গ্রহণ করবেন। ভক্তদের মধ্যে যা-ই হোক পিএসজি সতীর্থ মেসি-এমবাপ্পের মধ্যে কোন সমস্যা হয়নি।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘হ্যা, এমবাপ্পের সঙ্গে আমার ফাইনাল নিয়ে কথা হয়েছে। ফাইনাল ম্যাচ নিয়ে, উৎসব নিয়ে, আর্জেন্টাইন ভক্তরা কেমন উদযাপন করলো, আমার ছুটি কেমন কাটলো এসব নিয়ে আমরা কথা বলেছি। এর বেশি কিছু নয়। তবে যেটুকু কথা হয়েছে খুবই ভালো কথা হয়েছে।’
ফাইনালে পরাজিত এক জনের সঙ্গে ওই ম্যাচ নিয়ে কথা বলা কঠিন কিনা এমন প্রশ্নে আকাশি-সাদা জার্সিতে পাঁচটি বিশ্বকাপ খেলে কাতারে জয় পাওয়া মেসি বলেছেন, ‘না, তবে ফাইনাল নিয়ে দুই পক্ষের কেউই সাধারণত কথা বলতে চায় না। আমিও একটি বিশ্বকাপ হেরেছি এবং কীভাবে কী হয়েছে এখনও আমি জানি না। এখন ওই বিশ্বকাপ নিয়ে কথা বলে লাভও নেই। সেজন্য আমি তা নিয়ে কথা বলতে চাই না। তবে সত্য হলো যে, এসব নিয়ে এমবাপ্পের সঙ্গে কোন ঝামেলা নেই।’
মেসিদের বিশ্বকাপ জয় ও উদযাপন নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এমনকি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচ নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে মেসি বলেন, ‘আমাদের উদযাপন নিয়ে প্রশ্ন তোলা অনৈতিক। কারণ আমরা বাড়াবাড়ি পর্যায়ের কিছু করিনি। আমাদের বিশ্বকাপও কেউ এমনি এমনি দিয়ে দেয়নি। আমাদের খেলোয়াড় ভক্তরাও তুলনামূলক ভালো আচরণ করেছেন। সকলেই হয়তো নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে কথা বলেছেন। তাদের ভুল কেউ ধরছেন না। চ্যাম্পিয়ন হওয়ার পরে এটি আরও বেড়েছে।’
মন্তব্য করুন