বগুড়ার শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ গোলাম গাউছ লিমন (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেল সাড়ে চারটায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শাজাহানপুরের বনানী এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। লিমন শাজাহানপুরের রহিমাবাদ এলাকার শাহআলমের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।   

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান বলেন, বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার বনানীতে ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় লিমনের মোটরসাইকেলে থামিয়ে কাগজপত্র চায় পুলিশ। তিনি কাগজ দেখাতে চান না। একপর্যায়ে স্বীকার করেন এটা চোরাই মোটরসাইকেল। চোরাই পথে প্রতিবেশী দেশ থেকে নিয়ে এসেছেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই মোটরসাইকেল জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে। এছাড়া লিমনে বিরুদ্ধে আরও দুইটি মারামারির মামলা আছে। 

শাজাহানপুর উপজেলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, লিমন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শুনেছি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।