বিপিএল খেলে দিনকয়েক আগেই পাকিস্তানে পৌঁছেছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। এর মধ্যে সতীর্থ শাহিন শাহ আফ্রিদির বিয়েতে অংশ নিন। শনিবার তাকে দেখা গেল নতুন ভূমিকায়। পাকিস্তানের এই পেসারকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে বেলুচিস্তান পুলিশ। তিনি এখন বেলুচিস্তানের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি)।

কোয়েটা পুলিশ দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে নাসিম শাহকে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে আন্তরিকতা প্রকাশ করে নাসিম বলেন, 'ছোটবেলায় আমি পুলিশকে ভয় পেতাম। আমি দুষ্টুমি করলে আমার বাবা-মা পুলিশের নাম করে আমাকে ভয় দেখাতেন। তবে যত বড় হয়েছি ধীরে ধীরে ভয় কেটেছে। আমাদের নিরাপদ রাখতে পুলিশ যে ত্যাগ স্বীকার করে তা আমি উপলব্ধি করতে পেরেছি। তারা কেবল আমাদের জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন না, আমাদের কাছে বিভিন্ন পরিষেবা সহজ ভাবে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেন তারা।'

২০ বছর বয়সী নাসিম শাহ পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৫টি টেস্ট ম্যাচ। পাঁচটি একদিনের ম্যাচে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয়েছে নাসিমের।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে পাকিস্তানের আরেক পেসার শাহিন আফ্রিদিকে খাইবার পাখতুনখোয়ার পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করা হয়েছিল।