বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে’র সঙ্গে বাফুফের সম্পর্ক ছিন্ন হয়েছে ২০২১ সালের অক্টোবরে। এর মধ্যে একাধিক কোচ বাংলাদেশ দলের ডাগ আউটে দাঁড়িয়েছেন। অথচ বাফুফের থেকে পাওনা বুঝে পাননি ইংলিশ কোচ জেমি। তার অভিযোগের প্রেক্ষিতে ফিফা বাংলাদেশের ফুটবলে উন্নয়নে অনুদান স্থগিত করেছে।

বিষয়টি নিয়ে জেমি বলেছেন, ‘গত ২৭ ডিসেম্বরের মধ্যে আমার পাওনা বুঝিয়ে দিতে বাফুফেকে সময় দিয়েছিল ফিফা। কিন্তু বাফুফে সময়ের মধ্যে আমাকে অর্থ দেয়নি। ফলে যতদিন আমার বকেয়া না দেবে, ততদিন ফুটবল উন্নয়নে ফিফার অর্থ পাবে না বাফুফে।’ 

ফিফার মাধ্যমে বাফুফের কাছে প্রাপ্ত পাওনা চেয়ে আইনজীবী নিয়োগ দিয়েছিলেন ব্রিটিশ কোচ জেমি। রায় জেমির পক্ষে যায় এবং প্রায় কোটি টাকা পাওনা হয় তার। কিন্তু বাফুফে তা শোধ করেনি। ফিফার থেকে বাফুফের অনুদান বন্ধের বিষয়টি ওই আইনজীবীর মাধ্যমে জেনেছেন জেমি। 

তবে ফুটবল উন্নয়নে ফিফার অনুদান বন্ধের বিষয়টি অস্বীকার করেছে বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, জেমির দাবিটি সম্পূর্ণ মিথ্যা, 'আমরা ফিফা থেকে যেসব ফান্ড পাচ্ছি, তা অব্যাহত আছে। সব ফান্ডই আমরা সময়মতো পাচ্ছি। জানুয়ারি মাসের ফান্ডও পেয়ে গেছি।’