- খেলা
- সিঙ্গাপুরে ম্যাচ খেলবেন নারী ফুটবলাররা
সিঙ্গাপুরে ম্যাচ খেলবেন নারী ফুটবলাররা

ছবি: ফাইল
চলতি মাসে সিঙ্গাপুরে গিয়ে প্রীতি ম্যাচ খেলবেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মুখোমুখি হবেন সাবিনা খাতুন-সানজিদারা।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর কৃষ্ণা রানী সরকার-রুপ্না চাকমাদের এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ । ওই ম্যাচ খেলতে ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মেয়েরা।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুর কাছাকাছি। দুই দলই ১৪০ এর ঘরে আছে। এর আগে সিঙ্গাপুরে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা ছিল মেয়েদের। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না।
রোববার বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘আমরা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলাম, তবে ওরা একটির বেশি খেলতে রাজি হয়নি। যে ত্রিদেশীয় টুর্নামেন্টের পরিকল্পনা হয়েছিল, তা আপাতত হচ্ছে না।'
গত বছর নেপালে সিনিয়র সাফ জেতার পরই নানা পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর মধ্যে একটি ছিল ফিফা উইন্ডোগুলো কাজে লাগিয়ে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা। কারণ র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলা জরুরি।
মন্তব্য করুন