- খেলা
- মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত
মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত

শেষ মুহূর্তে পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ড।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানিয়েছেন।
সমকালকে তিনি আরও জানান, কারা ম্যাকডোনাল্ডের সফর স্থগিত করা হয়েছে। এর বেশি কিছু তাঁদের জানানো হয়নি।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের কারণে সফর স্থগিত হয়নি। এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু চলে আসায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরবর্তী সুবিধাজনক সময়ে সফরের বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশের শ্রমমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার ঢাকা আসার কথা ছিল কারা ম্যাকডোনাল্ডের।
বাংলাদেশে শ্রম খাতের স্বাধীনতা ও মান নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন উদ্বেগ জানিয়ে আসছে।
মন্তব্য করুন