বিপিএলের গ্রুপ পর্বে তামিম ইকবাল-ইয়াসির আলী রাব্বির খুলনা টাইগার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে ঢাকা পর্বে এখনও দুই ম্যাচ বাকি আছে দলটির। ওই দুই ম্যাচে দলটির ওপেনার তামিম ইকবাল অনিশ্চিত। 

কুঁচকির পুরনো চোটে পড়েছেন তিনি। ওই চোটের কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলা হয়নি তার। এবার বিপিএলের শেষ দুই ম্যাচেও ওই চোটের কারণে তিনি খেলতে পারবেন না বলে মনে করা হচ্ছে।  

খুলনার ফিজিও আমান উল্লাহ মুন জানান, জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এবং জুলিয়েন ক্যালেফাতো রিপোর্ট পর্যালোচনা করেছেন। তারা তিনজন মিলে কাল (মঙ্গলবার) বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন। 

আমান উল্লাহ মুন বলেন, ‘বিসিবির দু’জন ফিজিও এবং আমি তামিমের চোট নিয়ে পর্যালোচনা করেছি। আজ (গতকাল) পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কাল (মঙ্গলবার) আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাব আশা করি।’ 

১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ সুপার লিগের ওই সিরিজে পূর্ণ ফিট থেকে খেলতে চাইবেন তামিম। বিসিবি সেজন্য তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না। ওই দিক থেকে দেখলে তামিমের বিপিএল শেষ।